পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জুন) দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সোহান একই এলাকার জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহতের পরিবারের বরাত দিয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফায়েল প্রধান মুঠোফোনে জানান, রবিবার দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশি শিশুদের সাথে বাড়ি থেকে বেশ কিছু দূরের একটি পুকুরে গোসল করতে নামে সোহান। সাঁতার না জানায় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে সে। পরে স্থানীয় এক ব্যাক্তির চিৎকারে পরিবারের সদস্যরা ছুঁটে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজোয়ানুল্লাহ শিশুটিকে মৃত ঘোষণা করেন। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের জানান, শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]