Print

Bhorer Kagoj

ঢাকা টেস্ট: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৩ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবার ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। লিটন দাসকে করা হয়েছে অধিনায়ক। দলে ফিরে এসেছেন তাসকিন আহমেদ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন সিরিজটির একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দল ঘোষণার বিষয়ে বিষয়টি জানানো হয়েছে। এদিকে, টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এই মুহূর্তে ইনজুরিতে আছেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্টের সহ-অধিনায়ক লিটন।

অপরদিকে, আফগানদের বিপক্ষে টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করলেও ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার।

এছাড়া, দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। এর মধ্যে ২০ বছর বয়সী পেসার মুশফিক ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯ উইকেট নিয়েছেন। দীপু ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছেন। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও দশ ফিফটিতে ১২ শতাধিক রান করেছেন।

অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন। ফেরানো হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকেও।

বাংলাদেশের টেস্ট দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]