ভারতের ওড়িশার বালেশ্বরে আপ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলাদেশি বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটি দুর্ঘটনার পর আহত যাত্রীদের বালেশ্বর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তারা বাংলাদেশি। তবে ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ঠিক কতজন বাংলাদেশি জখম হয়েছেন তা জানাতে পারেননি কলকাতার সাংবাদিক সত্যজিৎ চক্রবর্তী।
গত শুক্রবার কলকাতা থেকে চেন্নাইগামী ওই ট্রেনটি ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় পড়ে। ওই ট্রেনে থাকা যেসব বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে তারা চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]