ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে হাসপাতালটির পরিচালক। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) রাতে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- জুনু বেগম (৫০), ইউসুফ (২০), রাসেল (২০) ও মিলন (৩৪)।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালের ভিতরে কিছু বহিরাগত লোক প্রবেশ করে। তাদের চিন্তাভাবনা থাকে রোগীদের নানাভাবে হয়রানি করা। এরকম অভিযোগেই হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভিতরে অভিযান চালানো হয়। সেখানে নারীসহ ৪ দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।সামনে এরকম অভিযান অব্যাহত থাকবে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]