ভুয়া এবং বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত হবে। এর জন্য এআই ভিত্তিক ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করবে সরকার।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা জানিয়ে বলেন, আমরা মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করছি। এর মাধ্যমে ভুয়া ও বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করা অনেক সহজ হবে। একইসাথে প্রকৃত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পাওয়াও যথেষ্ট সহজ হবে।
বাজেট বক্তৃতা অনুসারে, বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি আর্থিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করার বিষয়ে কাজ করছে; এর রূপরেখা তৈরির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে একটি ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]