খুলনায় সিইসি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।
ইভিএমের ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটর করা হবে।
এসময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে আচরণবিধিসহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সিইসি। প্রার্থীদের নানা অভিযোগ-অনুযোগ শোনেন। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ভোটারকে বাধা দেয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মইনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান।
এছাড়া, পাঁচজন মেয়র প্রার্থী আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমানসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীও নিজেদের মতামত তুলে ধরেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]