Print

Bhorer Kagoj

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৩ , ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৯, ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

তৃতীয় মেয়াদে ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান।

রবিবার (২৮ মে) দেশটি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ খবর অনুযায়ী বুথফেরত ফলে ৫২ দশমিক ৫ শতাংশ ভোটে এরদোগানকে জয়ী ঘোষণা করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

তুরস্কের নির্বাচন কমিশনের বুথফেরত ফলের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইতোমধ্যে প্রায় ৯৩ শতাংশ ভোটগণনা শেষে হয়েছে। এতে এরদোগান পেয়েছেন প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন প্রায় ৪৭ দশমিক ৫ শতাংশ। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থীর অন্তত ৫০ শতাংশ ভোট দরকার হয়।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]