Print

Bhorer Kagoj

মাধবপুরে সড়কে ঝরল স্বামীর প্রাণ, স্ত্রী আহত

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৩, ১০:২০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ মে) বিকেলে বাকসাইর নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা ও আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হালিমা খাতুন শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাজ শেষে তার স্বামী ব্যবসায়ী আব্দুল হামিদকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার সময় বাকসাইর নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী ২ জনই গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকার স্বামী আব্দুল হামিদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং শিক্ষিকা হালিমা খাতুনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]