যমুনাকে ছোট করার চিন্তা
দেশের অন্যতম প্রধান নদী যমুনাকে ছোট করার প্রকল্প নথি তলব করেছেন হাইকোর্ট। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সব নথি আদালতে আগামী ১০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন।
এ বিষয়ে করা এক রিট শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (২৮ মে) এ আদেশ দেন। এসময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
‘যমুনা নদীকে ছোট করার চিন্তা’ শিরোনামে গত ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে এইচআরপিবি নামে একটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি হয় আজ।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]