ভারতের চণ্ডীগরে অরিজিৎ সিংয়ের কনসার্টকে ঘিরে গানপ্রেমী শ্রোতাদের মধ্যে উত্তেজনার তুঙ্গে ছিল। কিন্তু সেখানেও বাধে বিপত্তি তাই বাতিল করা হয়েছে কনসার্ট।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ২৭ মে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অরিজিৎ সিংয়ের যে কনসার্ট হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে- প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানে ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল করা হল।
পরে এই অনুষ্ঠান কবে হবে, তা জানানো হবে। আয়োজকের পক্ষ থেকে এটাও জানানো হয়। যে টিকিট তারা কেটেছেন তা দিয়েই শো দেখা যাবে।
তারকা হিসেবে নেই কোনো অহংকার, বরং ফিল্মি দুনিয়ার চাকচিক্য থেকে শত হাত দূরে থাকতে পছন্দ করেন তিনি। তাই বলে সম্পত্তির পরিমাণ মোটেও কম নয় অরিজিতের। এদিক থেকে তিনি ছাড়িয়ে যেতে পারেন বড় বড় বলিউড তারকাদেরও।
দেশবিদেশে শো করে, সিনেমার গান গেয়ে যে অর্থ উপার্জন করেন তা কীভাবে ব্যয় করেন অরিজিৎ? সূত্রের দাবি, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকার। শোনা যায়, গানপ্রতি তিনি নেন ১৫ থেকে ২৫ লাখ টাকা। এছাড়াও রয়েছে লাইভ শো। শোপ্রতি যে পারিশ্রমিক নেন তাতে কিছুটা তারতম্য হলেও মোটামুটি কোটির ওপরেই থাকে সেই অঙ্ক।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]