চলতি বছর এডিস মশা বাহীত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক। এই রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা আহমেদুল কবীর।
রবিবার (২৮ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. রাশেদা সুলতানা, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা নাজমুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক ডা আহমেদুল কবীর বলেন, চলতি বছর প্রথম ৫ মাসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অনান্য বছরের তুলনায় তা অনেক বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা রয়েছে।
অধ্যাপক ডা নাজমুল ইসলাম বলেন, চট্টগ্ৰামে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু রোগী বেশি। গত বছরও এই সংখ্যাটা বেশি ছিলো। অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব নির্ধারণে প্রাক মৌসুমের কাজ আগামী মাসেই শুরু হবে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]