রাজধানী তেজগাঁও কুনিপাড়ায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে আলম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্যারেজের মালিক ছিলেন।
শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে ঘোষণা করেন।
তার বাড়ির ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামে। বাবার নাম মৃত শানু মিয়া। ৩ সন্তানসহ বর্তমানে কুনিপাড়ায় থাকতেন।
মৃত আলমের ছেলে মমিন হোসাইন জানান, কুনিপাড়া প্রগতির মোড়ে তার বাবার ভ্যান গাড়ির গ্যারেজে রয়েছে। সকালে বাসা থেকে তিনি গ্যারেজে যান। সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যানে মেরামত কাজ করার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে জানানো হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]