দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ফারিয়া। সিনেমাটির নাম এখনো ঠিক না হলেও বুধবার (২৪ মে) মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে নায়ক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় সোমরাজ মাইতি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব।
সিনেমা প্রসঙ্গে ফারিয়া বলেন, আগেও কাজ করেছি বাবা যাদবের সঙ্গে। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি বরাবরের মতো সাকসেস হবে এই কাজটি। সিনেমাটির শুটিং শুরু হবে আগস্ট মাসে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]