বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ১ ওভারে ২২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন শিন টেরি। এ ছাড়া ম্যাককার্থি ৩৯, ম্যাকব্রাইন ৩৭, টাকার ২৭, গেটকাতে ২৩, মুলডার ১২ রান করেন।
বাংলাদেশের সুভাশিষ রায়, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও তানভীর হায়দার দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন সানজামুল ইসলাম এবং মেহেদি হাসান।
জবাবে ১৪ ওভারে ৩ উইকেটে ৭৫ রান তুলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয়ে যায় খেলা। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ১৬, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩ ও নাদিফ চৌধুরি ১ রান করে আউট হন।
তবে আরেক ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী তানভীর হায়দার অপরাজিত ছিলেন ১০ রানে। একই ভেন্যুতে আগামী ১৯, ২১, ২৪ আর ২৬ অক্টোবর সিরিজের পরের ম্যাচগুলোয় মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]