গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ১ নম্বর সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু রবিবার (২৩ এপ্রিল) বিকেল তিনটা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমৃত্যু দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]