ইউক্রেনের সেনারা শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণে যাবেন বলে হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ স্থলবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্দর সাইরাসকি।
সাইরাসকি বলেন, ‘বাখমুতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপ এখন বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে তাদেরও আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগির আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তা-ই করেছি।
বাখমুত ঘিরে ইউক্রেনের মন্তব্যের কোনো জবাব দেয়নি মস্কো। তবে ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সম্প্রতি ইউক্রেনের পাল্টা আক্রমণের আশঙ্কার কথা বলেছিলেন। গত সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রীকে তিনি চিঠি দিয়ে বলেন, ইউক্রেনের সেনারা রুশ সেনাদের সঙ্গে ভাগনারের সংযোগ বন্ধ করার চেষ্টা করছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ফল বিপর্যয়কর হয়ে দাঁড়াবে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]