তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এবার আতিফ-সারা ভারওয়ানার সংসারজুড়ে এসেছে কন্যাসন্তান।
সম্প্রতি কন্যার আগমনের খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করে আতিফ লিখেছেন, ‘মা এবং সন্তান দুজনেই ভালো আছে, আমাদের জন্য প্রার্থনা করবেন, মাশাল্লাহ’।
জানা যায়, আতিফ আসলাম মেয়ের নাম রেখেছেন হালিমা আতিফা আসলাম। সদ্যজাতের একটা মিষ্টি ছবিও দিয়েছেন আতিফ।
ছবিতে দেখা যাচ্ছে, শান্তভাবে ঘুমিয়ে আছে আতিফ এবং সারার সদ্যজাত শিশুকন্যা।
এর আগেও বাবা হয়েছেন পাকিস্তান ও বলিউডের বেশ পরিচিত এই গায়ক। আহাদ ও আরিয়ান নামে আতিফের দুই পুত্রসন্তান রয়েছে। পাঁচ বছরের পুত্র আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়। এ বছর আহাদের জন্মদিনে বাবা আতিফ একটি সুন্দর নোট লেখেন।
ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা লেখেন ‘শুভ জন্মদিন। তুমি আমার সুপারস্টার, আর তোমার খুশিতেই তোমার মা বাবার সব সুখ’।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]