কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হাফেজ মাহবুব (২৭) নামের রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) ১৯ নং ক্যাম্পের ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ক্যাম্প,-১২ জি/৭ সংলগ্ন ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী সংবাদের সত্যতা জানিয়ে বলেন, পাঁচ-ছয়জন সন্ত্রাসী ১২ নং ক্যাম্পের জি/৭ সংলগ্ন ব্লক হতে হাফেজ মাহবুব নামের রোহিঙ্গাকে ২ রাউন্ড বুকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ১২ নং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করতে ও প্রশাসনকে সহায়তা করে থাকেন। এ কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]