Print

Bhorer Kagoj

সেঞ্চুরির আক্ষেপ জয়ে ভুললেন হৃদয়

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৩ , ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ওয়ানডে ম্যাচে বেশ ভালোভাবেই অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। পাঁচে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয় সামাল দিয়েছেন। এরপর সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েছেন। প্রয়োজন অনুযায়ী ঝাণ্ডা উঁচিয়ে ব্যাটিং করেছেন। তবে সাকিবের পর সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হৃদয়ও।

এ কারণে প্রথমে আক্ষেপ হলেও অভিষেক ওয়ানডে ম্যাচে ৯২ রানের ম্যাচ জয়ী ওই ইনিংস হৃদয়কে আনন্দ দিচ্ছে। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে মিস করায় কিছুটা কষ্টও পেয়েছেন তিনি। ব্যাট হাতে বাংলাদেশ ৩৩৮ রানের রেকর্ড রান করায় পর আয়ারল্যান্ডকে ১৫৫ রানে অলআউট করেছে। তুলেছে নিয়েছে ১৮৩ রানের বিশাল জয়।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে হৃদয় বলেছেন, ‘কিছুটা কষ্ট পেয়েছি (সেঞ্চুরি মিস করায়)। তবে আমি খুশি। শুরুটা আমার জন্য খুব ভালো হলো। সাকিবের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি, তিনি আমাকে উৎসাহ দিচ্ছিলেন। কিছুটা আত্মবিশ্বাসীও ছিলাম। কেবল পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করেছি সেটা কাজে দিয়েছে।’

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]