ডিসি কমিকসের সুপারহিরো শাজাম। ২০১৯ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় এই সুপারহিরোকে। সিকুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে শাজাম। ১৭ মার্চ সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে শাজাম! ফিউরি অব দ্য গডস।
অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত এই সিকুয়েলে অভিনয় করছেন প্রথম সিনেমায় অভিনয় করা জ্যাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলার প্রমুখ।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। আর ট্রেলারে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি। তাইতো বক্স অফিসে অন্যান্য সুপারহিরোদের মতো শাজামও সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]