আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।
বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল চারটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। আর ব্যাংক খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত।
সাধারণভাবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের লেনদেন ও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে ডলার সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের আলোকে গত বছরের শেষভাগে ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমানো হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]