কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ। সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
স্বল্পন্নোত দেশগুলোর (এলডিসি) বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ৮ মার্চ কাতারের দোহা থেকে দেশে ফেরেন। এ সফরের নানা অর্জনের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]