Print

Bhorer Kagoj

ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৩ , ১:১৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

এক সপ্তাহ ধরে চলমান রয়েছে ফ্রান্সজুড়ে বিক্ষোভ। রবিবারও (১২মার্চ) দেশটিতে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে। চলমান বেশ কিছু ধর্মঘটের মধ্যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেখানে।

মূলত চলতি বছরের শেষের দিকে ফ্রান্সে বিক্ষোভ শুরু করে কোয়ালিশন অব ফ্রেন্স ইউনিয়ন। সংস্কারমূলক পদক্ষেপটি প্রত্যাহার করতে তাদের মধ্যে নজিরবিহীন ঐক্য দেখা যায় শুরু থেকে। খবর রয়টার্সের।

ফ্রান্সের সিনেট যখন সংস্কারটি পর্যালোচনা করছে তখন দেশজুড়ে ২০০টির বেশি সমাবেশে ১০ লাখের বেশি মানুষ যোগ দেয়। বিক্ষোভকারীদের দাবি, অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা যুক্তি সংঙ্গত নয়।

স্থানীয় সময় বিকেলের দিকে বিক্ষোভ শুরু হয়। ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]