সাকিব-তামিম ইস্যু ধামাচাপা দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন? এবার এই ইস্যুকে প্রশ্রয় দেয়ার দায়ভার তিনি চাপালেন গণমাধ্যমের কাঁধেই। তিনি বলেন, ‘আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট (সর্বোত জ্ঞাত বিষয়)। আমি বলিনি, আপনারাই বলেছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমন ভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সবসময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সঙ্গে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।’
বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোরমূলক ঝামেলা করার দরকার নেই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভালো। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।’
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]