বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ ফ্রেব্রুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করে তারা। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আক্কাচ আলী, মিঠাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানউল্লাহ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কুতুবউদ্দিন ফরিদী, চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ ও ইসলামী আন্দোলনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাকের আলী প্রমুখ।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]