পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার (২১ ফেব্রুয়ারি) পাক সংবাদমাধ্যম ডন জানায়, ইমরানকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। ৩ মার্চ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে জানানো হয়। তবে ইমরানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) বহু নেতাকর্মী।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]