দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত ঢাকায় আসছেন। এবার অমর একুশে বইমেলায় ছাপাখানার ভূত প্রকাশনী থেকে তার গান নিয়ে লেখা গানের গল্পদলিল ‘অঞ্জনাঢ্য গান’ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন সাজ্জাদ হুসাইন। আগামী ৪ মার্চ বইটির প্রকাশনা উৎসব উপলক্ষে তিনি আসছেন বলে জানা গেছে। অঞ্জন দত্ত ঢাকায় আসার বিষয়ে ছাপাখানার ভূত প্রকাশনীর প্রকাশক ফারিহা রুবাইয়াত খান বলেন, অঞ্জন দত্তের প্রকাশিত ‘অঞ্জনাঢ্য গান’র আনুষ্ঠানিক প্রকাশসহ সব গানের পেছনের গল্প নিয়ে পাঠকের মুখোমুখি হবেন। সঙ্গে থাকবে গানও। এখনো আয়োজনের ভেন্যু ঠিক হয়নি। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানানো হবে। করোনা হানা দেয়ার আগ মুহূর্তে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন অঞ্জন দত্ত। তখন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় অঞ্জন দত্ত অভিনীত এবং তারই নির্দেশনায় নাটক ‘সেলসম্যানের সংসার’। আবারো ঢাকা রাঙাতে আসছেন তিনি। এবার গান বা নাটক-সিনেমা নিয়ে নয়, অঞ্জন আসবেন পাঠকদের প্রিয় লেখক হিসেবে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]