কুড়িগ্রাম শহরের পুরাতন স্টেশন পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ও ভেজাল সিরাপ ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ একটি বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে এসব ভেজাল ওষুধসহ ৪ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছে, পুরাতন স্টেশন পাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে শাহজাহান আলী মনু, ট্যানারি পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আশিকুর রহমান লিংকন, পুরাতন স্টেশন পাড়া এলাকার ছোট বাবুর ছেলে আব্দুর রহিম টিটু ও পেশকার পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকার শাহাজান আলীর বসত বাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র ভেজাল ওষুধ মজুত রেখে মার্কেটিং করে আসছিল। আটককৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকা থেকে প্রায় ১১ হাজার ভেজাল পানীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]