গাইবান্ধার-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া এলাকায় অটো, নৈশকোচ ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এই দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা হতাহতের কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (শনিবার) সন্ধ্যার পর পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রীমি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌঁছে। এ সময় গাইবান্ধা হতে পলাশবাড়ী মুখী একটি অটোরিকসার পিছনে ট্রাক্টর আসছিল। ট্রাক্টরটি অটোরিকসাকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও অটোরিকসার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের চালক ও হাসপাতালে নেওয়ার পথে হেলপার নিহত হয়৷ এই সংঘর্ষে অটোরিকসার আরো ৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। আহতদের নাম জানা না গেলেও নিহত দুজন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তারা ট্রাক্টর চালক ও হেলপার বলে জানা গেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। আহতরা পলাশবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]