সংসদীয় কমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিয়েছে সংসদীয় কমিটি। এসময় কোনো নাম নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকে সূচনা বক্তব্য দেন সংসদ নেতা ও সংসদীয় দলের সভাপতি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে দল যাকে মনোনয়ন দেবে তাকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সংসদ সদস্যরা হ্যাঁ-বোধক জবাব দেন। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার প্রসঙ্গে সভাপতিকে দায়িত্ব অর্পণ করেন।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী কে অথবা কে হচ্ছেন দেশের পরবর্তী এক নম্বর অভিভাবক, তা জানতে অপেক্ষা বাড়লো সবার। বৈঠকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]