সুনামগঞ্জের শান্তিগঞ্জে বঙ্গবন্ধু মডেল ভিলেজ কার্যালয় পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ডুংরিয়ায় গিয়ে কার্যালয়ের জায়গা পরিদর্শন করে তারা।
মডেল ভিলেজ পরিদর্শনের সময় সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক জিয়াউল হক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয়ের সহকারী নিবন্ধ তানিম আহমদ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, ডুংরিয়া বঙ্গবন্ধু মডেল ভিলেজের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, বঙ্গবন্ধু মডেল ভিলেজের সহসভাপতি তারিফ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু মডেল ভিলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুজিব মিয়া ও জহিরুল ইসলাম অমিত ও শান্তিগঞ্জ সমবায় কার্যালয়ের নূর হোসেন প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধু মডেল ভিলেজ পরিদর্শনে আসায় সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধু মডেল ভিলেজের সদস্যরা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]