Print

Bhorer Kagoj

জেমি ডের দাবি বাফুফের নাকচ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক হেড কোচ জেমি ডে। তারা সঙ্গে চুক্তি বাতিল না করেই নতুন কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে ইংলিশ কোচকে মেয়াদ পর্যন্ত বেতন দিয়ে যাওয়ার কথা বাফুফের। কিন্তু সে দেনা-পাওনা এখনো পরিশোধ করেনি বাফুফে। সেই ইস্যুতে এবার বিপাকে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। জেমি ডের বেতন-ভাতা পরিশোধে বিলম্ব করায় বাফুফেকে ডেভেলপমেন্ট খাতে অনুদান স্থগিত করেছে ফিফা। এমন দাবিই করেছেন জেমি ডে।

তবে জেমি ডের দাবি অসত্য বলেছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ফিফা থেকে সব অনুদানই গ্রহণ করছি। জানুয়ারি মাসেও পেয়েছি। আমাদের কোনো অনুদান স্থগিত হয়নি।’

বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো জেমির বিবৃতি, ‘ফিফার সময়সীমা বাফুফে মানেনি। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেও যায়নি। ফলে বাফুফে যত দিন না পর্যন্ত এই পাওনা পরিশোধ করবে তত দিন বাংলাদেশের উন্নয়ন খাতের একটি বরাদ্দ কেটে রাখবে ফিফা। এটা দুঃখজনক যে বাফুফে আমার টাকাই শুধু দেয়নি তা নয়, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে দেশের ফুটবল উন্নয়নই এখন বাধাগ্রস্ত হবে।’ ফেডারেশন থেকে অবশ্য পুরো বিষয়টিই অস্বীকার করা হচ্ছে। সাধারণ সম্পাদক আবু নাঈম জানিয়েছেন, ‘এটা অবান্তর। গত মাসেই আমরা ফিফার বরাদ্দ পেয়েছি। এ মাসেরটাও প্রক্রিয়াধীন আছে। আর আমরা জেমির বকেয়া পরিশোধের ব্যাপারেও কাজ করছি।’

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]