কলকাতা বিমানবন্দরে গুলিভর্তি ব্যাগসহ এক যাত্রীকে আটক করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। এ সময় ওই যাত্রীর ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় গালিব নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক গালিব বিহারের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তার। বিমানবন্দরে তল্লাশির সময় তার স্ক্যানারে হ্যান্ডব্যাগে কার্তুজ দেখতে পান সিআইএসএফ জওয়ানরা। ব্যাগ খুলে তার মধ্যে ৪টি ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ পাওয়া যায়।
এরপর গালিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ব্যাগে কেনো কার্তুজ রেখেছিল তার কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি গালিব। এর পর তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেয় সিআইএসএফ।
জিজ্ঞাসাবাদে গালিব জানায়, বিহার থেকে মায়ের সঙ্গে কলকাতা এসেছিল সে। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তার।
তবে যুবকের বিমান অপহরণের কোনও পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]