শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত সোনালী ব্যাংকে চুরি করতে গিয়ে জালাল আহমদ নামের এক যুবক আটক হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী।
তিনি বলেন, রাতে চুরি করতে এসে ব্যাংকের ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা এক যুবককে আটক করে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংকের ভেতরে থাকা আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ভোররাত চারটার দিকে হঠাৎ জোরে আওয়াজ আমাদের কানে আসে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভেতরে ছিলাম। দ্রুত ওইদিকে যাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভিতর দিক থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খোলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। পরে ওই চোরকে আটক করি’।
চোরের স্বীকারোক্তি অনুযায়ী আনসার সদস্যরা জানিয়েছেন, ‘তার সঙ্গে আরো দুই-তিনজন ছিল। তবে তারা পালিয়ে যেতে সমর্থ হয়’।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]