আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা আবুল হাশেম ভূইয়া। আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত মিয়া, মোহাম্মদ আমিনুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা কাজী খাদেমুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুল ওয়াদুদ, মোশারফ হোসেন, নাজমুল হক প্রমুখ।
আন্তর্জাতিক কাস্টমস দিবসে স্থানীয় বিজিবি, ভারতীয় বিএসএফ, কাস্টমস কর্মকর্তা, আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ ও সিএন্ডএফ এজেন্টদের ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান বড়ছড়া শুল্ক স্টেশনের কর্মকর্তারা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]