Print

Bhorer Kagoj

বিপিএলে আজ মুখোমুখি বরিশাল-সিলেট

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৩ , ১:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩, ১:০০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষদিনে আজ মাঠে নামছে সাকিবের বরিশাল ও মাশরাফির সিলেট। দুপুর দেড়টায় অনুষ্টিত হবে ম্যাচটি।

আজ দুদলেরই লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেয়া। এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলেছে সাকিবের দল ফরচুন বরিশাল ও মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। দুই দলই হেরেছে একটি করে ম্যাচ। জিতেছে ৫টি করে ম্যাচ। রান রেটের হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে সিলেটের। আজ যে জিতবে সেই উঠে যাবে শীর্ষে। মুখোমুখি দেখায় অবশ্য সাকিবদের হারিয়েছিল মাশরাফিরা।

বল হাতে এবারের বিপিএলে দুর্বার মাশরাফি। হালকা ইনজুরি থাকলেও আগের ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। রয়েছেন তিন নম্বরে। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। ২৭৫ রান নিয়ে তিনি রয়েছে রান তোলার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। যদিও উইকেট নিয়েছেন কেবল ৩টি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]