পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার অভিযোগে চীনের গুয়াংজু প্রদেশে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় একটি জংশনে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা জনসাধারণের মনে ব্যাপক ক্ষোভের উন্মেষ ঘটিয়েছে। অনেকে ওই যুবক ‘ইচ্ছাকৃতভাবে’ দুর্ঘটনাটি সংঘটন করেছেন মর্মে অভিযোগ তুলেছেন। খবর বিবিসির।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর পরই চালক গাড়ি থেকে নেমে আসে ও বাতাসে কাগুজে মুদ্রা ছুড়ে মারছে। ২২ বছর বয়সী সেই যুবককে আটক করেছে পুলিশ। এরই মধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী দেশটির স্থানীয় আউটলেট হংক্সিন নিউজকে বলেন, ইচ্ছাকৃতভাবে ট্র্যাফিক লাইটের জন্য অপেক্ষা করা লোকদের মধ্যে গাড়ি চালিয়েছেন তিনি। বিদ্বেষপূর্ণভাবে গাড়িটি দিয়ে তাদের আঘাত করেন তিনি। এরপর, ইউটার্ন নিয়ে আবার আহত লোকজনকে আঘাত করেন তিনি, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]