গণমাধ্যমে আসা দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত সংবাদের বিষয় নিয়ে রিট আবেদনের শুনানি আগামী রবিবার করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রিট শুনানির দিন ধার্য করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাাস।
তিনি জানান, বিদেশে সুইস ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার ও কানাডার বেগম পাড়ায় বাড়ি নির্মাণের খবরের পর এটি একটি আলোচিত ঘটনা। তাই এ বিষয়ে আজকে সম্পূরক আবেদন করেছি।
এর আগে বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। তখন আইনজীবীকে রিট আকারে আসতে বলেন হাইকোর্ট। বুধবার (১১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে সংবাদের বিষয়টি নজরে আনার পর আইনজীবীকে এমন কথা বলেন আদালত।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]