এক নজরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল
মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি (লাঙ্গল): এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট।
আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা): ৪৯ হাজার ৮৯২ ভোট।
লতিফুর রহমান মিলন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (হাতি): ৩৩ হাজার ৮৮৩ ভোট।
হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ (নৌকা): ২২ হাজার ৩০৬ ভোট।
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো রংপুর সিটি মেয়রের আসনে বসতে যাচ্ছেন তিনি। অন্যদিকে মোস্তফার বিপরীতে এক লাখ ২৪ হাজার ৪৯২ ভোট কম পেয়ে চতুর্থ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]