মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৭১৩৩৫৩৩২২) ক্লোন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসন সিঙ্গাইর ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তালেবপুর, সায়েস্তা ও বায়রা ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে আমার পরিচয়ে ফোন দিলে তাদের সন্দেহ হয়। পরে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানান তারা। এ বিষয়ে সাধারণ ডায়েরী করেন বলেও তিনি জানান।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]