Print

Bhorer Kagoj

ব্রাজিলের সংবাদ সম্মেলনে ঢুকে পড়ল বিড়াল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২২ , ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সে লক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র।

তবে সংবাদ সম্মেলনে হুট করে টেবিলের ওপর চড়ে বসে এক বিড়াল। যা নিয়ে চলছে বেশ আলোচনা।

বিশ্বকাপের এমন প্রেস মিটে কীভাবে সেই বিড়ালটি ঢুকল তা নিয়ে সবাই অবাক। কারণ, মিডিয়া সেন্টারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে। নিরাপত্তারক্ষীদের এড়িয়ে কারও ঢোকার অবকাশ নেই।

বিড়ালকে পাশ কাটিয়ে এরপর নির্বিঘ্নে শেষ হয় সংবাদ সম্মেলন। বিশ্বকাপে সফল হতে ভিনিসিউস স্মরণ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।

ভিনিসিউসবলেন, আনচেলত্তির সঙ্গে আমার কথা হয়েছে। ব্রাজিলের প্রথম দলে সুযোগ পেলে কীভাবে আমার খেলা উচিত সেটা নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন উনি। আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। প্রয়োজনে আমার প্রতি কঠোর হয়েছেন। আমার কাছে উনি বাবার মতোই।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]