রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহবুবের বাবা মিল্লাত হোসেনকে তার বাসায় স্থানীয় কমিশনারের লোকজন পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে রাতেই তাকে আসগর আলী হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে পুরান ঢাকার গোপীমোহন বসাক লেনে এ ঘটনা ঘটে। লাশ হাসপাতালে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, গতকাল (বুধবার) নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর, রাত সাড়ে এগারোটার দিকে ওয়ারী থানা যুবদল নেতা ফয়সাল মাহবুবকে খুঁজতে বাসায় হানা দেয় ৩০-৪০ জন ব্যক্তি। তাকে বাসায় না পেয়ে এক চাচাকে ধরে নিয়ে যেতে চায় দুর্বৃত্তরা। এতে বাধা দেন মাহবুবের বাবা মিল্লাত হোসেন।
এ সময় পেছন থেকে ভারি বস্তুর আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে মিল্লাত হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বজনদের দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বাসায় হানা দিয়ে তাকে হত্যা করেছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]