Print

Bhorer Kagoj

দুর্ঘটনায় হারালেন এক চোখ, হলেন বায়োনিক চোখের নারী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২২ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় নিজের চোখ হারিয়ে বায়োনিক চোখের নারী হয়ে উঠলেন চীনের এক তরুণী। নিজের জীবনকে উৎসর্গ করেছে বায়োনিক অর্থাৎ কৃত্রিম চোখ তৈরি করার জন্য। তার তৈরি কৃত্রিম চোখগুলো বিভিন্ন উজ্জল রংয়ের।

২০১৩ সালে, জিয়া টং একটি গাড়ি দুর্ঘটনায় তার বাম চোখটি হারিয়েছিলেন। সে সময় তার বয়স ছিল মাত্র ১৮। তার পরে তিনি একটি কৃত্রিম চোখ প্রতিস্থাপন করেন।

তবে নিজের জীবনকে সেখানেই থেমে থাকতে দেননি জিয়া টং। নিজের প্রতি আস্থা হারাননি; অন্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন নি। বরং নিজেকে অন্যান্যদের মধ্যে অন্যতম করে তোলার জন্য তার পরিস্থিতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আই টেকনিক বা কৃত্রিম চক্ষু প্রযুক্তিবিদ (চক্ষু বিশেষজ্ঞ) হওয়ার জন্য পড়া-লেখা শুরু করেন জিয়া টং।

কৃত্রিম চক্ষু প্রযুক্তিবিদ হয়ে উঠার পর জিয়া টং নিজের জন্য বিভিন্ন ধরণের অনন্য কৃত্রিম সামগ্রী তৈরি করতে শুরু করেছিলেন। তার তৈরি এ কৃত্রিম সামগ্রীগুলোর কিছু ফুটেজ তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতো। ধীরে ধীরে তার বিশাল ফলোয়ার তৈরি হয়।

জিয়া টংয়ের তৈরি কৃত্রিম চোখগুলো এতোটাই ক্লাসিক যে সাধারণ মানব চোখ থেকে এর পার্থক্য করা যায় না। তবে তিনি তার তৈরী “বায়োনিক চোখ” এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। যে চোখগুলোর রং একটি বেতামের মাধ্যমে পরিবর্তন করা যায়, এমনকি চোখগুলো ফ্ল্যাশ করতেও সক্ষম।

তার তৈরি এই অস্বাভাবিক কৃত্রিম যন্ত্রগুলির কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে ভিডিওগুলি চীনে ভাইরাল হয়। এর ফলে ব্যাপক জনপপ্রিয়তা অর্জন করেন জিয়া টং।

২৮ বছর বয়সী জিয়া টং বেইজিং নিউজকে জানায়, চোখ হারানোয় যারা নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই করছে তাদেরকে সাহায্য করার জন্য তিনি কৃত্রিম চোখ তৈরি করেছিলেন।

তিনি এমন অনেক লোকের সঙ্গে সাক্ষাত করেন যারা চোখ হারানোয় ভেঙ্গে পড়েছিলেন এবং এটি তাকে একজন চক্ষু বিশেষজ্ঞ হতে এবং আরও ভাল প্রস্থেটিকস তৈরি করতে অনুপ্রাণিত করেছিল।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]