Print

Bhorer Kagoj

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৩০৮

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ৯:১৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৩০৮ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আক্রান্ত ৩০৮ জনের মধ্যে ১৭২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৩৯০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৩৭ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে মোট ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]