Print

Bhorer Kagoj

ক্যাম্পাসে কুকুর নিয়ে উদ্বেগে শাবি প্রশাসন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ১:২৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী কুকুরের কামড়ের শিকার হওয়ায় এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থী ও কর্মচারীদের অভিযোগ, করোনার সময় থেকেই ক্যাম্পাসের কুকুরের সংখ্যা বেড়েছে। সম্প্রতি কয়েকটি কুকুরের বাচ্চাও হয়েছে। এগুলো নিয়মিত ক্যাম্পাসের রাস্তার ওপর যাওয়া আসা করছে। যাকে তাকে কামড়ে দিচ্ছে। এটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহের ব্যবধানে আর্কিটেকচার বিভাগের এক শিক্ষার্থী, একজন ইলেক্ট্রিশিয়ান, ফ্লাক্সে করে চা বিক্রেতা, ক্যান্টিনের পরিচালকের বৃদ্ধ বাবাসহ মোট পাঁচজন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। কুকুরের কামড়ে জলাতঙ্কের সংক্রমণের ভয়ে ভ্যাকসিনও নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘কুকুর সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। তবে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কুকুরগুলোকে খাবার দেয়। এজন্য প্রাণীগুলো ক্যাম্পাসে অবস্থান করে। কুকুরগুলো নিধনও করা যাবে না। আমরা উভয় সংকটে আছি। নিরাপত্তা প্রহরীদের নির্দেশ দিয়েছি, কুকুরগুলোকে দেখলে যাতে তাড়িয়ে দেয়। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘নগরীতেও বেওয়ারিশ কুকুরের কামড়ে অনেকেই আহত হচ্ছেন। একটা সময় কুকুর নিধন করা যেতো, তবে বতর্মান এ নিয়ে পরিবেশবাদীদের আপত্তির কারণে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে নগর ভবনও চিন্তায় রয়েছে। কুকুরের প্রাণহানি না ঘটিয়ে কিভাবে এদের নিয়ন্ত্রণ করা যায় তার পথ খোঁজা হচ্ছে।’

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]