কলম্বিয়ায় ভূমিধসে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় ৭ বছর। কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছে। রবিবার (৪ ডিসেম্বর) একটি রাস্তার ওপর এ ভূমিধসে ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এএফপির বরাত দিয়ে জানায় বাসস।
প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মোটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৩ জন প্রাণ হারিয়েছে এবং এখনো প্রায় ২০ জন আটকাবস্থায় রয়েছেন। এটি একটি মর্মান্তিক ঘটনা।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরও বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।
প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পেছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়। বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিলেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]