ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে ছেলে আজাদ রাও খানকে সঙ্গে নিয়ে কাতারে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। ছেলের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমির, কিরণের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন।
ছবি তোলা হয়ে গেলে তাদের কাছে ছুটে যান আমির। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই। গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির।
আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল আর্জেন্টিনার নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির। সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]