ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) এ দুই নেতার মধ্যে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন। খবর ইরনার।
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে বলেন, বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল দল এই টুর্নামেন্টের গ্রুপ-বিতে রয়েছে। এই গ্রুপে ব্রিটেন, আমেরিকা ও ওয়েলসও আছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]