Print

Bhorer Kagoj

কে এম খালিদ

শিঘ্রই রাধারমণ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২২ , ৯:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বর্তমান সরকার কবি, শিল্পী, সাহিত্যিকদের স্বার্থ সুরক্ষায় সচেষ্ট। তারই অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে ‘সাংস্কৃতিক মনীষীদের নামে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে, যেখানে রাধারমণ দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীণ শাহসহ বিভিন্ন সাংস্কৃতিক মনীষী অন্তর্ভুক্ত রয়েছেন। প্রকল্পটির ডিপিপি প্রণয়নের কাজ শেষ হয়েছে। স্থাপত্য নকশা চূড়ান্ত পর্যায়ে। আশা করছি চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো যাবে। সেটি হলে শিঘ্রই রাধারমণ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির নজরুল চত্বরে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী ‘রাধারমণ লোকসংগীত উৎসব’ এর যুগপূর্তি উৎসব ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ কথা বলেন।

‘রাধারমণ কমপ্লেক্স নির্মাণ সময়ের দাবি’ স্লোগানে তিনদিনের উৎসবটি উদ্বোধন করেন সুনামগঞ্জের প্রবীণ কীর্তনীয়া যশোদা রাণী সূত্রধর।

রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লোক গবেষক সুমন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়। স্বাগত বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সদস্য রজত বরণ দত্ত। উপস্থাপনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী রূপা চক্রবর্তী।

কে এম খালিদ বলেন, কথায় আছে- যে দেশে গুণীর কদর নেই, সেদেশে গুণী জন্মায় না। গুণিজনদের সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যাতে নতুন প্রজন্ম তাদের জীবন থেকে শিক্ষা লাভ করে অনুপ্রাণিত হয়।

উৎসবে দলীয় সঙ্গীত পরিবেশন করে গানের দল ‘নিবেদন’। এছাড়া একক কণ্ঠে গান পরিবেশন করেন অণিমা মুক্তি গোমেজ, আবুবকর সিদ্দিক, তুলিকা ঘোষ, শুভ বণিক, শাহনাজ বেলী, বাউল হারুনসহ অনেকে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]