Print

Bhorer Kagoj

টুইটারে শীঘ্রই নিয়োগ, জানালেন ইলন মাস্ক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২২ , ৫:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

গত সপ্তাহটা ব্যাপক আলোচিত-সমালোচিত ছিলো ফেসবুক-টুইটারের কর্মী ছাঁটাইয়ের কারণে। স্বাভাবিকভাবে সংস্থাটির প্রধান নির্বাহী ইলন মাস্কও সেই সমালোচনার আঁচ পেয়েছেন।

এবার সেই ইলন মাস্কই জানালেন, শীঘ্রই টুইটারে নিয়োগ শুরু হবে। টুইটার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর সিএনবিসি।

১২০০ প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করায় বেশ বিপদে পড়েছেন ইলন মাস্ক। পরে তাদের ফিরিয়ে আনতে পৃথক বৈঠক করেন।

টুইটারের প্রকৌশল ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন ইলন মাস্ক। এমনকি সংস্থার অন্য কর্মীদের শূন্য পদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শূন্য পদের ঘোষণা দেয়নি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]